Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

১। নতুন ভোটার নিবন্ধনঃজেলা নির্বাচন অফিস বা সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস হতে ১টি ২নং ফরম সংগ্রহ করে যথাযথভাবেপূরণ করে সাথে

Ø    জন্ম নিবন্ধন সনদ (১৭ ডিজিটের)

Ø    সংশ্লিষ্ট এলাকার নাগরিকত্ব সনদ              

Ø    পিতা-মাতার, স্বামী/স্ব্রীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি

Ø    শিক্ষাগতযোগ্যতার সনদসহ

      সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে জমা দিয়ে ছবি তোলার তারিখ জেনে নিতে হবে। এছাড়া

জাতীয় পরিচয়পত্র সংশোধনঃ জেলা বা সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস হতে ১টি সংশোধনি ফর্ম (২নং) সংগ্রহ করে যথাযথভাবেপূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র/দলিলাদি ও জাতীয় পরিচয়পত্রের মূল কপিসহ সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে জমা দিতে হবে।

ভোটার স্থানান্তরঃ জেলা/উপজেলা নির্বাচন অফিস হতে ১টি ১৩নং ফর্ম সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে (জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সংশ্লিষ্ট এলাকার নাগরিকত্ব সনদ, পৌরকর/চৌকিদারের করের রশিদ, বিদ্যুৎ বিলের কপিসহ) সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে জমা দিতে হবে।

বিভিন্ন জাতীয় ও স্থানীয় সংস্থার সাধারণ ও উপ-নির্বাচন অনুষ্ঠান।